State

শুক্রবার আদিবাসীদের তাণ্ডব, শনিবার ব্যবসায়ীদের, অশান্ত রায়গঞ্জ

২ আদিবাসী কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় কেন অভিযুক্তরা এখনও গ্রেফতার হলনা? এই প্রশ্ন তুলে গত শুক্রবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে ঢুকে আসেন হাজার খানেক আদিবাসী। চলে অবাধে ভাঙচুর। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। ফেরার সময় হাতের কাছে যে দোকানই খোলা পেয়েছেন তাতেই ভাঙচুর চালান আদিবাসী যুবকরা। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি স্বীকার করতে হয়।

শনিবার সেই ব্যবসায়ীরাই কার্যত অচল করে দিলেন রায়গঞ্জ। তাঁদের অভিযোগ, গত শুক্রবার যখন এভাবে তাঁদের দোকান ভাঙচুর হচ্ছিল তখন নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল পুলিশ। তাদের কোনও সুরক্ষা নেই। প্রতিবাদে এদিন রায়গঞ্জের সব দোকানের শাটার ছিল নামানো। ব্যবসায়ীরা রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন। রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ চলে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *