State

ফের পুলিশের ঘেরাটোপ থেকে পালাল বন্দি

রাজ্য পুলিশের দক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে বন্দি পালানোর ঘটনা। কাঁথি, বেলঘড়িয়া পরপর বন্দি পালানোর ঘটনায় আঙুল কিন্তু উঠেছে পুলিশের দিকেই। অনেকে পুলিশি যোগসাজশের প্রশ্নও তুলে দিয়ে রাজ্য পুলিশকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন। এই অবস্থায় পুলিশের অস্বস্তি আরও বাড়িয়ে আসানসোলে পুলিশের নজরদারি এড়িয়ে আসানসোল জেলা হাসপাতালের পুলিশ সেল থেকে পালাল বিচারাধীন বন্দি। শাশুড়িকে গুলি থেকে শিশু অপহরণ, এমন বহু মামলায় অভিযুক্ত মহম্মদ সাহাবুদ্দিনকে চলতি বছরেই গ্রেফতার করা হয় চিত্তরঞ্জন থেকে। তার বিচার চলছিল। বিচারাধীন বন্দি অবস্থায় অসুস্থতার কারণে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি কার হয় তাকে। সূত্রের খবর গতকাল রাতে নার্স তাকে ওষুধ দেওয়ার পর সে ঘুমিয়ে পড়ে। তারপর এদিন সকালে নার্স গিয়ে দেখেন বেড খালি। পুলিশের প্রহরা থাকা সত্ত্বেও কিভাবে একজন বন্দি এভাবে রাতের অন্ধকারে পালাল তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি বন্দির খোঁজে জোরদার তল্লাশি শুরু হয়েছে।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *