State

সমবায় ভোটের মনোনয়ন ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, টাঙ্গি, বোমা, বল্লম

সামান্য সমবায় নির্বাচনের মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে প্রকাশ্যে বোমা, টাঙ্গি, বল্লম, ছুরি, তীর-ধনুক, লাঠি, কি না বার হল! মুহুর্মুহু বোমা পড়ল। একে অপরের দিকে ধারালো অস্ত্র নিয়ে তেড়ে গেল। কেউ পিছু হঠল। আবার পাল্টা চাপে পিছু হঠল অন্যপক্ষ। বুধবার দিনভর এই চলল বীরভূমের সাঁইথিয়ার ওমরপুরে। এখানে একটি সমবায় ভোটের মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল বুধবার। কিন্তু সকাল থেকেই টাঙ্গি, বল্লম, তীর-ধনুক হাতে একদিকে প্রতিরোধ গড়লেন বিজেপি কর্মী-সমর্থকেরা। অন্যদিকে প্রতিরোধ গড়লেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। সবুজ ধান জমি দিয়ে একে অপরের দিয়ে তেড়ে এলেন রে রে করে। এই অবস্থায় শেষমেশ মনোনয়নই দাখিল করতে পারল না কোনও পক্ষ। এখন প্রশ্ন হল সমবায় ভোটকে উপলক্ষ করে যেভাবে বিজেপি-তৃণমূল সমরসজ্জার প্রদর্শনী দেখাচ্ছে তাতে এই আস্ফালন পঞ্চায়েত ভোটে আস্তে আস্তে কোন পর্যায়ে গিয়ে ঠেকবে? এ কী পঞ্চায়েত ভোটের আগাম মহড়া? তাহলে আগামী বছর পঞ্চায়েত ভোট ও তার পরের বছর লোকসভা ভোটে কী ছবি দেখবে বীরভূম সহ গোটা বাংলা? ভাবলেও আতঙ্কে শিউরে উঠছেন অনেকে।

 


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *