State
বাবা, মা, ছেলে, মেয়ের একসঙ্গে আত্মহত্যা!

হুগলির একই পরিবারের ৪ জনের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বাবা, মা, ছেলে ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হুগলির চণ্ডীতলার বাসিন্দা এই পরিবারের সকলে একযোগে আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। তা থেকে পুলিশের ধারণা পরিবারের সম্মানরক্ষা করতেই সম্ভবত এই আত্মহত্যার সিদ্ধান্ত। নোটে একজনের নাম লেখা ছিল। রঞ্জন পণ্ডিত নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, ওই ব্যক্তির সঙ্গে ওই পরিবারের মেয়ের সম্পর্ক ছিল। অবিবাহিত হলেও ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এতেই সম্ভবত মানসিকভাবে ভেঙে পড়েন সকলে। গোটা পরিবার সম্মানরক্ষার্থে আত্মহত্যার পথ বেছে নেয়। ধৃত ব্যক্তি ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক থাকার কথা স্বীকার করে নিয়েছে।