State

পরপর দুর্ঘটনা, মৃত ২ স্কুল পড়ুয়া

পুরুলিয়া ও পূর্ব বর্ধমান। রাজ্যের ২ জেলায় ২টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল ২ স্কুল পড়ুয়ার। পূর্ব বর্ধমানের মেমারিতে মঙ্গলবার সকাল ১০টা নাগাদ টিউশন সেরে সাইকেলে করে ফিরছিল এক কিশোরী। ১০ চাকার একটি লরি তাকে রাস্তার ওপরই পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরীর। এরপরই উত্তেজিত জনতা লরিটিতে আগুন ধরিয়ে দেয়। শুরু হয় পথ অবরোধ। মেমারি থানার পুলিশ গিয়ে অবস্থা আয়ত্তে আনে। আর একটি দুর্ঘটনা ঘটেছে পুরুলিয়ায়। ঘড়িতে সকাল ৭টা। পুরুলিয়ার নরডিয়ায় ৩২ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিল ষষ্ঠ শ্রেণির ছাত্র দীপক বাউরি। পুরুলিয়া থেকে বাঘমুণ্ডিগামী একটি সরকারি বাস তখন দ্রুত গতিতে ছুটে আসছিল। রাস্তা পার হওয়ার আগেই বাসের ধাক্কা রাস্তার ধারে ছিটকে পড়ে ১৩ বছরের কিশোর দীপক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরই ক্ষুব্ধ জনতা ৩২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ৩ ঘণ্টা ধরে চলে অবরোধ। পরে প্রশাসনিক মধ্যস্থতায় অবরোধ ওঠে। পুরুলিয়ারই আদ্রায় এদিন ২টি পুলকারের মধ্যে সংঘর্ষ হয়। যদিও এক্ষেত্রে প্রাণহানির ঘটনা না ঘটলেও আহত হয়েছেন ২ গাড়ির চালক।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *