রণক্ষেত্র রায়গঞ্জ হাসপাতাল, মাথা ফাটল ১ জনের, আহত ৪

রায়গঞ্জ হাসপাতালে রোগীর পরিবার ও সুরক্ষাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হলেন ৪ জন। ১ জনের মাথা ফেটে গেছে। আহতরা সকলেই রোগী পরিবারের সদস্য। সূত্রের খবর, গত বুধবার করণদিঘির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সন্তানের জন্ম দেন এক মহিলা। কিন্তু তারপর থেকেই তাঁর অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকেরা তাঁকে দ্রুত রায়গঞ্জ হাসপাতালে ভর্তির সুপারিশ করেন। সেইমত গত বৃহস্পতিবার তাঁকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে আসা হয়। এদিন সকালে সদ্যোজাত সন্তানকে তাঁর কাছে নিয়ে যাওয়ার জন্য তাঁর পরিবারের ৪ জন বেডের কাছে যেতে চান। পথ আটকান সুরক্ষাকর্মীরা। ভিজিটিং আওয়ার্স হলেও এতজন একসঙ্গে রোগীর কাছে যেতে পারবেন না বলে জানিয়ে দেন সুরক্ষাকর্মী। এই নিয়ে বচসা শুরু হয়। অভিযোগ এরপর ওই সুরক্ষা কর্মীকে ধাক্কা মারেন রোগীর এক আত্মীয়। দ্রুত ওই সুরক্ষাকর্মী হাসপাতালের অন্য সুরক্ষাকর্মীদের ডাক দেন। সকলে মুহুর্তে চলে এসে চড়াও হন রোগীর পরিবারের লোকজনের ওপর। শুরু হয় হাতাহাতি। রোগীর পরিবারের লোকজনকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সুরক্ষাকর্মীদের লাঠির ঘায়ে গুরুতর জখম হন রোগী পরিবারের ৪ জন। ১ জনের মাথা ফেটে যায়।