State
২০৪টি গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট

২০৪টি গ্যাসের সিলিন্ডার নিয়ে পালাল ডাকাতরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মোল্লারচক এলাকায়। এখানে ইন্ডিয়ান অয়েলের এক গ্যাস ডিলারের গ্যাসের সিলিন্ডার রাখার গুদাম রয়েছে। সেই গুদামে রবিবার গভীর রাতে হানা দেয় জনা ৩০-এর একটি ডাকাতদল। গুদাম চত্বরের কাঁটা তার কেটে ভেতরে ঢোকে তারা। তারপর কর্তব্যরত সুরক্ষাকর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে ২০৪টি গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট দেয়। সঙ্গে নিয়ে যায় গুদামের অফিসে রাখা নগদ ২ হাজার টাকা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।