
কলেজে কলেজে ছাত্র নির্বাচন ঘোষণার পর থেকেই বিভিন্ন কলেজে ছাত্র সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছিল। এদিন সেই তালিকায় যুক্ত হল হুগলির চাঁপাডাঙার রবীন্দ্র মহাবিদ্যালয়। স্থানীয় মানুষের দাবি, তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে এদিন বেলার দিকে সংঘর্ষ বাধে। দুই পক্ষই একে অপরকে লক্ষ করে অগুন্তি বোমা ছুঁড়তে থাকে। মুড়িমুড়কির মত বোমা পড়তে থাকে এলাকা জুড়ে। এছাড়া লাঠি, বাঁশ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্ররা। অবস্থা নিয়ন্ত্রণ করতে পুলিশকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়। বৃহস্পতিবারই ছিল এই কলেজ নির্বচনে মনোনয়ন তোলার শেষ দিন। অভিযোগ আপাতত এই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের যে গোষ্ঠী ক্ষমতা ধরে রেখেছে তারা তারকেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যানের অনুগত। সেখানে এবার চেয়ারম্যান দাঁত ফোঁটাতে চাইছেন। তাঁর অনুগতরা কলেজের ক্ষমতা দখল করুক এটাই চাইছেন তিনি। ফলে ছাত্রদের লড়াই আসলে পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের লড়াই বলেই দাবি করছেন স্থানীয়দের একাংশ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান। এদিনের সংঘর্ষের ঘটনায় ৪ জন পুলিশকর্মী আহত হন। বেশ কয়েকজন ছাত্রও গুরুতর আহত।