State

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রণক্ষেত্র হাওড়ার শিবপুর

বড়দিনের সকালে হাওড়ার শিবপুরের দুই পাড়ার কিশোরের দল মেতেছিল ক্রিকেট ম্যাচে। দুই পাড়ার মধ্যে ম্যাচ বেশ জমেই উঠেছিল। ছন্দ কাটল দুই পাড়ার দুই খেলোয়াড়ের মধ্যে তর্কাতর্কি। খেলা‌কে কেন্দ্র করে দুই কিশোরের তর্ক ক্রমশ হাতাহাতির দিকে গড়ানোয় দুই পাড়ার যুবকরা প্রথমে সামলাতে গেলেও পড়ে নিজেদের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়ে। তা থেকে শুরু হয় হাতাহাতি। যার জের গড়ায় দুই পাড়ার মধ্যে তুমুল মারামারিতে। দুই পাড়ারই বেশ কিছু বাড়ি ভাঙচুর হয়। আহত হন বেশ কয়েকজন। বেলা ১১টা নাগাদ দুই পাড়ার বাসিন্দারা হাওড়ার ফরশোর রোড অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকেন। যানজটের সৃষ্টি হয়। পরে অবস্থা সামলাতে পুলিশ নামে। বেলা সাড়ে ১২টার পর অবরোধ উঠলেও দুই পাড়ার মধ্যে চাপা উত্তেজনা সারাদিনই বজায় ছিল।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *