State

ব্যাঙ্ক জালিয়াতি, অ্যাকাউন্ট থেকে উধাও টাকা!

রাজ্যে ফের ব্যাঙ্ক জালিয়াতির শিকার হলেন এক গ্রাহক। উলুবেড়িয়া আদালতের কর্মী রাজু দত্ত এদিন পাসবই আপডেট করে দেখেন ব্যাল্যান্স শূন্য! দেখা যায় গত ৬ অক্টোবর থেকে ১৩ অক্টোবরের মধ্যে তাঁর অ্যাকাউন্ট থেকে ৭২ হাজার ৩০০ টাকা তুলে নেওয়া হয়েছে। ১৩ বারে এই টাকা তোলা হয়েছে দিল্লি, গুরগাঁও সহ বিভিন্ন জায়গা থেকে। দ্রুত ব্যাঙ্ককে জানান তিনি। রাষ্ট্রায়ত্ত ওই ব্যাঙ্কের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি পুলিশকেও জানান রাজুবাবু। পুলিশও তদন্ত শুরু করেছে।

ওই ব্যক্তি জানিয়েছেন, যে সময়ে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয় সে সময়ে তাঁর মোবাইলে কিছু সমস্যা থাকায় তা বন্ধ ছিল। ফলে টাকা তোলার এসএমএসও তাঁর কাছে পৌঁছায়নি। চিনা ভাইরাসের জেরে যেখানে দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়েছে, সেখানে এই ঘটনা ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *