State

ছাত্রীর গলা টিপে ‘শাস্তি’!


চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বেধড়ক মারের পর গলা টিপে দিলেন শিক্ষক। এমনই জানিয়েছে ওই ছাত্রী। যার জেরে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তার শ্বাসকষ্ট শুরু হয়। প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে কাঁকিনাড়ার মণ্ডলপাড়ার স্বামীজি বিদ্যালয়ে। পুলিশ সূত্রের খবর, ক্লাসে বেঞ্চ পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে পাশের ক্লাসঘর থেকে ছুটে আসেন শিক্ষক আনসার আলি। অভিযোগ প্রথমে লাঠি দিয়ে মারের পর ছাত্রীর গলা টিপে ধরেন তিনি। তারপরই প্রবল শ্বাসকষ্ট শুরু হয় ওই ছাত্রীর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত শিক্ষক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।






Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *