
গৃহবধূকে খুন করে খাটের তলায় লুকিয়ে রাখার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির রিষড়ায়। প্রতিবেশিদের দাবি, গৃহবধূ অপু সিংকে বেদম মারধর করতেন তাঁর স্বামী, শাশুড়ি ও ননদ। প্রায়দিন অপুদেবীকে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হতে হত। রবিবার সকালের পর থেকে অপু সিংকে দেখতে না পেয়ে রাতে সিং বাড়িতে ঢুকে পড়েন পাড়ার কয়েকজন। ঘরে ঢুকে সেখানে রক্তের দাগ দেখে সন্দেহ হয় তাঁদের। শুরু হয় ঘরে ঘরে তল্লাশি। আর তা করতে গিয়েই একটি খাটের তলা থেকে উদ্ধার হয় অপু সিংয়ের নিথর দেহ। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে অপু সিংয়ের স্বামী, শাশুড়ি ও ননদকে গ্রেফতার করে। সোমবার সকালে ক্ষিপ্ত প্রতিবেশিরা সিং বাড়িতে ভাঙচুর শুরু করেন। পরে পুলিশ অবস্থা আয়ত্তে আনে। তবে এখনও প্রতিবেশিদের মধ্যে প্রবল ক্ষোভ রয়েছে।