State

এই প্রথম, অসুস্থ গাছদের চিকিৎসা করতে তৈরি হল গাছ হাসপাতাল

মানুষের যেমন রোগ হয়, তেমনই গাছদেরও রোগ হয়। তা সারানোও যায়। সেজন্য দরকার তাদের চিকিৎসার। গাছদের চিকিৎসা দিতে এ রাজ্যে তৈরি হল প্রথম গাছ হাসপাতাল।

মানুষের রোগ হলে তাঁরা চিকিৎসকের কাছে যান। বাড়াবাড়ি কিছু হলে হাসপাতালে। কিন্তু গাছদের বেলায় তা হয়না। কিন্তু আচার্য জগদীশচন্দ্র বসু কবেই জানিয়ে গেছেন গাছদেরও প্রাণ আছে।

গাছদেরও কিন্তু রোগ হয়। তারাও রোগে ভোগে। আবার সঠিক চিকিৎসা পেলে রোগ থেকে মুক্তিও পায়। ফের ভরে ওঠে ঝলমলে পাতায়, ফুলে, ফলে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

কিন্তু বাস্তবে দেখা যায় গাছদের নানা ধরনের রোগ যেমন, পাতা হলুদ হয়ে যাওয়া, পাতায় কালো কালো ছোপ ধরা, কাণ্ড শুকিয়ে যাওয়া, কাণ্ড বা ডাল ক্ষয়ে যেতে থাকা, ছত্রাক ধরা এবং এমন নানা সমস্যায় মানুষ গাছটির চিকিৎসার কথা না ভেবে বরং তা ফেলে দিয়ে নতুন চারা লাগান বাগানে। একবারও ভাবেন না ওই গাছটিরও তাঁদের মতই শরীর খারাপ হয়েছে। যা সময়মত সঠিক চিকিৎসায় সারানো সম্ভব।

গাছদের এই অবহেলার কথা মাথায় রেখে এবার হুগলির বলাগড় বিজয়কৃষ্ণ কলেজের শিক্ষক ও ছাত্ররা মিলে একটি গাছদের হাসপাতালে খুলে ফেললেন। অনেকে গাছের রোগ সারাতে কোথায় যেতে হবে সেটাই জানেন না। তাঁদেরও এই হাসপাতাল সাহায্য করবে।

এখানে অনেক গাছের চিকিৎসক থাকছেন। তাঁদের কাছে গাছদের সমস্যার কথা জানিয়ে হাজির হলে তাঁরা চিকিৎসা কী হবে তা জানিয়ে দেবেন। প্রেসক্রিপশনও করে দেবেন। যাতে তা প্রয়োগে গাছটি ফের সুস্থ হয়ে ওঠে।

তবে সেটা ট্যাবলেট বা সিরাপ হবে না, হবে গাছদের সুস্থ রাখতে প্রয়োজনীয় বিশেষ তরল বা গুঁড়ো ওষুধ। এমনকি গাছদের পরিচর্যা নিয়েও এই গাছ হাসপাতাল থেকে পরামর্শ পাবেন মানুষজন। এ রাজ্যে গাছদের জন্য হাসপাতালে এই প্রথম তৈরি হল। তবে এই উদ্যোগ নতুন রাস্তাও দেখাল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *