State

১ মাসে করোনায় মৃত্যুহীন বাংলার ৬ জেলা

খতিয়ান বলছে গত ১ মাসে সেখানে ১ জনেরও করোনায় মৃত্যু হয়নি। এমন ৬টি জেলা রয়েছে পশ্চিমবঙ্গে। এটা অবশ্যই স্বস্তির খবর সন্দেহ নেই।

রাজ্যে করোনায় মৃত্যু এখন অনেকটাই কমেছে। অধিকাংশ দিন ১ অঙ্কের ঘরে ঘুরছে মৃত্যু। রাজ্যের ২৩টি জেলার মধ্যে এমন ৬টি জেলা রয়েছে যেখানে গত ১ মাসে আবার করোনায় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।

রাজ্য সরকারি খতিয়ান বলছে এই ৬টি জেলা হল আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, পুরুলিয়া ও ঝাড়গ্রাম। এই ৬ জেলায় সংক্রমণের ঘটনা গত ১ মাসে ঘটলেও ১ জনেরও প্রাণ কাড়তে পারেনি করোনা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এই ৬ জেলার পাশাপাশি রাজ্যের এমন ৪টি জেলা রয়েছে যেখানে গত ১ মাসে করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের কম মানুষের।

জেলাগুলি হল মালদা, উত্তর দিনাজপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান। এরমধ্যে আবার মালদা ও উত্তর দিনাজপুরে গত ৪ সপ্তাহে করোনায় মৃতের সংখ্যা ১। বাঁকুড়ায় ২ জনের মৃত্যু হয়েছে। ৪ জনের মৃত্যু হয়েছে পশ্চিম বর্ধমানে।

রাজ্যের অন্য জেলায় করোনায় মৃত্যুর ঘটনা ঘটলেও সেখানে সংখ্যাটা নিচের দিকেই থেকেছে। হিসাব বলছে গত ৪ সপ্তাহে রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৬২ জনের। প্রাত্যহিক শতাংশের হিসাবে যা ১০-এরও কম। দৈনিক ৯.৩ শতাংশ মানুষের প্রাণ এই রাজ্যে কাড়তে পেরেছে করোনা গত ৪ সপ্তাহে।

হিসাব বলছে উত্তরবঙ্গে মোট করোনায় মৃত্যু গত ১ মাসে দক্ষিণবঙ্গের চেয়ে অনেকটা কম। গত ৪ সপ্তাহে রাজ্যে সবচেয়ে বেশি করোনায় মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। গত ৪ সপ্তাহে সেখানে মৃত্যু হয়েছে ৫৫ জনের।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *