State

মন্দারমণির সমুদ্রতটে বিশাল তিমি, দেহে আঘাতের চিহ্ন

কলকাতার কাছেই মন্দারমণির সমুদ্র সৈকতে এক অতিকায় তিমির দেখা মিলল। মৃত অবস্থায় পড়েছিল তিমিটি।

কলকাতা : শহর থেকে বেশি দূরে নয়। মাত্র ১৫০ কিলোমিটারের পথ। সমুদ্র সৈকত মন্দিরমণি এ রাজ্যের এক জনপ্রিয় পর্যটনস্থল। সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। যদিও করোনার কারণে এখন মন্দারমণি ফাঁকা। সেই মন্দারমণির সমুদ্রতটেই সোমবার সকালে দেখা মিলল এক অতিকায় তিমির। স্থানীয় মানুষের নজরে পড়তেই তা নিয়ে কৌতূহল চরমে ওঠে। ভিড় জমে যায়।

মন্দারমণিতে এই প্রথম কোনও তিমির দেখা মিলল। যেটা সকলকে ভাবাচ্ছে তা হল তিমির মাথা ও লেজের দিকে আঘাতের চিহ্ন। তিমিটির মাথায় আঘাত এতটাই গুরুতর ছিল যে সেখান দিয়ে রক্ত ঝরছিল। তার লেজের ক্ষতও বড়সড়। কীভাবে তার এমন ক্ষত হল, কেউ তাকে এভাবে আঘাত করেছে কিনা, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তিমিটি হাম্পব্যাক প্রজাতির। প্রশান্ত মহাসাগরে দেখা যায়। জিএসআই বিষয়টি খতিয়ে দেখছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

কেন পাড়ে চলে এল তিমিটি? এক্ষেত্রে অবশ্য নানা ধারণা সামনে আসছে। খাদ্যাভাবে করোনা আবহে অপেক্ষাকৃত দূষণমুক্ত, ভেসেল মুক্ত বঙ্গোপসাগরে হয়তো খাবার খুঁজতে তীরের দিকে চলে আসে তিমিটি। আবার প্রাকৃতিক দুর্যোগও কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। ইতিমধ্যেই তিমির দেহ সংরক্ষণের বন্দোবস্ত করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে মৃত্যুর কারণ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *