State

কাঁচড়াপাড়ায় বিজেপির স্লোগান ঘিরে অশান্তি, পুলিশের লাঠিচার্জ

আগামী ১৪ জুন বীজপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেকথা মাথায় রেখে শনিবার কাঁচড়াপাড়ায় বৈঠক করেন তৃণমূল নেতারা। উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু, তাপস রায়। এছাড়া স্থানীয় তৃণমূল নেতারা ছিলেন। সেই বৈঠক যেখানে হচ্ছিল সেখানে ছিল কড়া পুলিশি বন্দোবস্ত। এই সময় যখন নেতারা একে একে হাজির হচ্ছিলেন তখনই সেখানে হাজির হয় একদল বিজেপি সমর্থক। সংখ্যায় তাঁরা নেহাত কম ছিলেন না। এই সময় বিজেপি সমর্থকদের সেখান থেকে সরানোর জন্য পুলিশ বোঝানোর চেষ্টা করে। কিন্তু তাতে কাজ হয়নি। বরং বিজেপির তরফে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন সমর্থকেরা। ফলে অবস্থা ক্রমশ উত্তপ্ত হতে থাকে।

এরমধ্যে তৃণমূল নেতারা হাজির হতে শুরু করলে তাঁদের গাড়ির কাছে পৌঁছে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন বিজেপি সমর্থকেরা। এই সময় ভিড় হঠাতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। ব়্যাফও নামে। অবস্থা উত্তপ্ত হতেই থাকে। এরমধ্যেই অবশ্য দলীয় বৈঠক সারেন তৃণমূল নেতারা। পরে তাঁরা যখন বার হতে যান তখন আরও বেশি সংখ্যক বিজেপি সমর্থক তাঁদের গাড়ির চারধার থেকে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। পুলিশ অতিকষ্টে রাস্তা বার করে গাড়িগুলিকে পাস করিয়ে দেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ভাটপাড়া থেকে কাঁচড়াপাড়া জুড়ে মুখ্যমন্ত্রী আসুন বা কোনও তৃণমূল নেতা, বিজেপি সমর্থকেরা একজোট হয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। অবস্থা উত্তপ্ত হচ্ছে। এমনিতেই গোটা এলাকাই ভোটের পর থেকে উত্তপ্ত হয়ে আছে। এই অবস্থায় তৃণমূল-বিজেপি কাজিয়া যেভাবে বাড়ছে তাতে স্থানীয় সাধারণ মানুষজন স্বস্তিতে থাকতে পারছেন না। রাজনীতির মধ্যে না থেকে নেহাতই পরিবার নিয়ে থাকা মানুষজন এখন বাড়ি থেকে বার হচ্ছেন আতঙ্কে, বাড়ি ফিরছেন আতঙ্কে। কে জানে কখন কী হয়!

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *