
এক ব্যক্তির ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হল ১ কেজি ৫৯০ গ্রাম সাপের বিষ। তবে তরল আকারে নয়। পাউডার আকারে সেই সাপের বিষ রাখা ছিল একটি কাচের জারে। যা আবার রাখা ছিল ওই ব্যক্তির ব্যাগের ভিতর। সাধারণভাবে দেখলে যাতে সন্দেহ না হয়। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। বিএসএফের হাতে ধরা পড়ল ওই ব্যক্তি।
গোপন সূত্রে খবর ছিল বিএসএফের কাছে। সাপের বিষ পাচার হচ্ছে। খবর পেয়ে বিএসএফ ও বন দফতরের আধিকারিকদের একটি দল মালদহের গাজোলে হানা দেয় গত রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ। সেখানেই পাকড়াও করা হয় মহম্মদ ইসমাইল নামে এক ব্যক্তিকে। তার কাঁধে থাকা ব্যাগ খুঁজতে গিয়েই বেরিয়ে আসে সাপের বিষের পাউডার ভরা কাচের জার।
মহম্মদ ইসমাইলকে গ্রেফতার করে বিএসএফ। তারপর তাকে তুলে দেওয়া হয় কালিয়াচক ফরেস্ট রেঞ্জ ডিপার্টমেন্টের হাতে। বন দফতরের হাতে তুলে দেওয়া হয় ওই সাপের বিষও। যাতে তাদের আইনি পদক্ষেপ করতে কোনও অসুবিধা না হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা