State

শিশুচোর সন্দেহে মহিলাকে গণপিটুনি, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ

তখন অনেক রাত। হাওড়ার বেলিলিয়াস রোডে এক মহিলাকে উদভ্রান্তের মত ঘুরতে দেখে সন্দেহ হয় স্থানীয় কয়েকজনের। তাঁদের মনে হয় শিশু চুরির উদ্দেশ্যে ওই মহিলা ঘুরে বেড়াচ্ছে। গুজব দ্রুত ছড়ায়। শুরু হয় মহিলার ওপর অত্যাচার। মহিলাকে মারধরের খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয় পুলিশ। ওই মহিলাকে উদ্ধারের চেষ্টা করতে গেলে পুলিশের ওপর চড়াও হন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

পুলিশের দিকে তেড়ে আসেন তাঁরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। উন্মত্ত জনতাকে রুখতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। তাতেও কাজ না হওয়ায় অবশেষে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। এছাড়া জনতাকে ছত্রভঙ্গ করতে নামে ব়্যাফ। রাতের নিস্তব্ধতাকে খানখান করে এক ভয়ানক রণক্ষেত্রের চেহারা নেয় টিকিয়াপাড়া এলাকা।

দীর্ঘক্ষণ এমন চলার পর কয়েকজনকে আটক করে পুলিশ। গভীর রাতে অবস্থা আয়ত্তে আসে। পুলিশি টহল শুরু হয়। প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button