State

বাজি প্রদর্শনীতে বিস্ফোরণ, আনন্দের বাতাবরণে আর্তনাদ

ক্রিকেট ম্যাচের শেষে রাতে ছিল বাজি পোড়ানোর প্রদর্শনী। আতসবাজির রোশনাই দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। চারপাশে বাড়ি। মাঝখানে মাঠ। সেখানেই শুরু হয় বাজি প্রদর্শনী। মাইকে গান বেজে চলেছে। রঙিন আলো দিয়ে মোড়া এলাকায় একে একে বাজি পুড়তে শুরু করে। আর ঠিক সেই সময়েই সেখানে বাজি পোড়ানোর জন্য বাজি যেখানে রাখা ছিল সেখানে বিস্ফোরণ হয়। সেই আগুনে সব বাজি একসঙ্গে পুড়তে শুরু করে। আশপাশের ভিড়ে আর্তনাদ শুরু হয়। বিস্ফোরণের জেরে আগুনে পুড়ে যান অনেকে। শুরু হয় ছোটাছুটি।

বিভিন্ন বয়সের মানুষই এই ঘটনায় কমবেশি আহত হয়েছেন। পুড়েছে শরীরের বিভিন্ন অঙ্গ। মোট ১২ জনের পোড়া বেশ ভয়ংকর। পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুরে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *