State

৪ বছর পর দার্জিলিংয়ে তুষারপাত, বেজায় খুশি পর্যটকরা

দার্জিলিংয়ে শুক্রবার রাতে তুষারপাত দেখে অনেকেই অবাক হয়েছিলেন। দীর্ঘ সময় কেটে গেছে এখানে তুষারপাত হয়নি। পারদ নেমেছে ঠিকই। কিন্তু বরফের চাদরে দার্জিলিং ঢেকে গেছে এমন ছবি দেখা যায়নি বিগত ৪ বছরে। এবার ফের সেই তুষারপাতে দুধসাদা বরফে ঢাকল শৈলশহর। সাদা বরফের চাদরে এদিন ঢেকেছে রাস্তা, বাড়ির ছাদ, গাছ, ঝোপঝাড়। এমন বরফ দেখে কী নিজেকে ঠিক রাখা যায়! ফলে বরফ নিয়ে এদিন খেলায় মেতে ওঠেন পর্যটকেরা। এদিন স্থানীয় মানুষজনকেও বরফ নিয়ে খেলতে দেখা গেছে।

তুষারপাতের পর শনিবার সকাল থেকেই ঝলমলে রোদ উঠেছে দার্জিলিংয়ে। কনকনে ঠান্ডা হলেও দৃশ্যমানতা ঝকঝকে। ফলে পর্যটকদের কাছে বাড়তি পাওনা হয়েছে ঝলমলে দিনে হিমালয়ের সাদা বরফে ঢাকা পর্বতমালাকে প্রাণভরে উপভোগ করা। সব পাহাড়ের মাথাই ছিল সাদা বরফে ঢাকা। দেখা যাচ্ছিল স্পষ্ট। এমন একটা দিনের জন্যই তো শীতের দিনেও দার্জিলিংয়ে মানুষ ভিড় জমান। সেই মনোবাঞ্ছা এদিন পূরণ করে দিয়েছে প্রকৃতি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *