State

একশৃঙ্গ গণ্ডারকে মেরে শিং উপড়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ৩

জলপাইগুড়ির গরুমারা অভয়ারণ্য। এখানেই নিশ্চিন্ত বাস একশৃঙ্গ গণ্ডারদের। গত মঙ্গলবার সেই গরুমারার জঙ্গলেই খোঁজ মিলল এক মৃত গণ্ডারের। চিকিৎসকেরা দেহ পরীক্ষার পর জানিয়েছেন যখন দেহটি পাওয়া যায় তার ২৪ থেকে ৪৮ ঘণ্টা আগে সেটির মৃত্যু হয়েছে। প্রাথমিক ধারণা বিষক্রিয়ায় মৃত্যু হয় গণ্ডারটির। গরুমারার ডিভিশনাল ফরেস্ট অফিসার নিশা গোস্বামীর মতে, গণ্ডারটির মৃত্যুর পর তার শৃঙ্গটি কেটে নেওয়া হয়েছে। যা থেকে পরিস্কার যে এটা চোরাশিকারিদের কাজ।

এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে মূল ঘটনা জানার চেষ্টা চলছে। শেষবার এই জাতীয় উদ্যানে গণ্ডার হত্যার ঘটনা ঘটেছিল ২০১৭ সালের মার্চে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button