বাজি কারখানায় ভয়াবহ আগুন, এলাকায় উত্তেজনা

সোনারপুরে গোবিন্দপুর এলাকায় একই বাজি কারাখানায় ২ বছরের ব্যবধানে ২ বার আগুন। রবিবার দুপুরে বাজি কারখানাটিতে আচমকাই আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। কারখানার মধ্যে থেকে একের পর এক বাজি ফাটার আওয়াজ পাওয়া যেতে থাকে। মোট ৮ জন আগুনের গ্রাসের শিকার হন। তাঁদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১ জনের মৃত্যু হয় বলে খবর।
এই বাজি কারখানাতেই ২০১৬ সালে আগুন গেলেছিল। সেই কারাখানাতেই ফের আগুন লাগল এদিন। এতেই ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বাজি কারখানাটি বেআইনি। চারপাশে জনবসতির মাঝে এভাবে একটি বাজি কারখানা কীভাবে দিনের পর দিন কাজ চালাচ্ছে তা নিয়ে ক্ষোভ উগরে দেন তাঁরা। পুলিশ এলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)