State

আত্মঘাতী হওয়ার চেষ্টা করা যুবকের মৃত্যু, বিক্ষোভ হাসপাতালে

আবারও চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যু ও তা থেকে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ানোর ঘটনা সামনে এল। এবারের ঘটনা বীরভূমের রামপুরহাট হাসপাতালের। সূত্রের খবর, গত সোমবার নলহাটির হরিসরা গ্রামের বাসিন্দা আকবর শেখ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় আকবরকে সোমবার দুপুর নাগাদ রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাত ৮টা নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় আকবর শেখের।

মৃতের পরিবারের অভিযোগ, দুপুর থেকে রাত অবধি দীর্ঘক্ষণ হাসপাতালে থাকা সত্ত্বেও আকবরের কোনও চিকিৎসা করা হয়নি। সেই অভিযোগে আকবর শেখের মৃত্যুর পর তাঁর পরিজনরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে হাজির হয় রামপুরহাট থানার পুলিশ। পুলিশি প্রচেষ্টায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button