State
মহিলার মুখে পিচকারি দিয়ে অ্যাসিড

ফের মহিলার ওপর অ্যাসিড হামলার ঘটনায় উত্তেজনা ছড়াল নদিয়ার চাকদহের গোরাচাঁদতলা এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে কল্যাণীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত স্বপন সরকার পলাতক। সূত্রের খবর, স্বামী কর্মসূত্রে বিদেশে থাকায় গোরাচাঁদতলার বাড়িতে একাই থাকতেন ওই মধ্যবয়সী মহিলা। অভিযোগ বেশ কিছুদিন ধরেই তাঁকে উত্যক্ত করা শুরু করে প্রতিবেশি এক ব্যক্তি। মহিলাকে কুপ্রস্তাবও দেয় সে। সেই প্রস্তাবে সম্মত না হাওয়ায় এদিন অ্যাসিড হামলা চালায় অভিযুক্ত ব্যক্তি। বুধবার রাতে বাড়ির কলিং বেলের আওয়াজে সদর দরজা খুলে দেন ওই মহিলা। অভিযোগ তখনই পিচকারি দিয়ে তাঁর হাত ও মুখে অ্যাসিড ছুঁড়ে চম্পট দেয় অভিযুক্ত স্বপন। পুলিশ অভিযুক্তের খোঁজ শুরু করেছে।