State
দোকানে ঢুকে পড়ল যাত্রীবোঝাই বাস

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের দোকানে ঢুকে পড়ল যাত্রীবোঝাই একটি বাস। রেহাই একটাই। দোকান তখন বন্ধ ছিল। নাহলে প্রাণহানি হতেই পারত। যেভাবে বাসটি দোকানে ঢুকে গেছে তাতে দোকানে বসে থাকা গ্রাহকরা অবশ্যই বড় ধরণের সমস্যায় পড়তেন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কাছে জাতীয় সড়কে। রায়গঞ্জ থেকে শিলিগুড়িগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে একটি দোকানে।
বাসটি দোকান ভেঙে ঢুকে পড়ায় দোকানের ক্ষতি হয়েছে। এদিকে বাসের কয়েকজন যাত্রীও আহত হয়েছেন। এদিকে দুর্ঘটনার পরই এলাকা ছেড়ে চম্পট দেয় চালক।