State

হুহু করে বাড়ছে নদীর জল, প্রবল বৃষ্টিতে বানভাসি পশ্চিম

প্রবল বৃষ্টির জেরে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলা বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার একাংশ জলের তলায়। গত রবিবার রাত থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হয়েছে। যার জেরে হুহু করে জল বেড়েছে বিভিন্ন নদীর। শালী ও গন্ধেশ্বরী নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে বাঁকুড়ার অনেক জায়গা প্লাবিত। শোচনীয় পরিস্থিতি মেজিয়া, সীতাঘাটের। একের পর এক গ্রাম জলের তলায় চলে গেছে। সড়কপথ হারিয়ে গেছে জলের তলায়। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। অনেক পরিবার বাড়ি ঘর ছেড়ে সুরক্ষিত জায়গায় সরে গেছে।

একই পরিস্থিতি ঝাড়গ্রামের একটা বড় অংশের। খোদ ঝাড়গ্রাম শহরই জলের তলায়। ডুলুং নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। যার জেরে ঝাড়গ্রামের একটা বড় অংশ জলমগ্ন। প্রবল বৃষ্টিতে প্লাবিত পুরুলিয়ার বেশ কিছু এলাকাও। নিম্নচাপের পরিস্থিতি তৈরি হওয়ায় এমন শোচনীয় পরিস্থিতি বলে জানাচ্ছেন আবহবিদরা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *