
ছাত্র ভর্তিকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়াল গড়বেতা কলেজে। আশিস চারক নামে এক ছাত্রের চোখ ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে প্রথম বর্ষে কয়েকজন ছাত্রের ভর্তি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে মারামারি শুরু হয়। সংঘর্ষে বেশ কয়েকজন ছাত্র আহত হয়। তারমধ্যে আশিসের চোট গুরুতর। ছাত্র ভর্তি ঘিরে উত্তেজনা থামাতে এবার সব কলেজে ছাত্র ভর্তি অনলাইনে হবে বলে আগেই জানিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। ছাত্র ভর্তির বিষয়ে ছাত্র সংসদের কোনও ভূমিকা থাকবে না বলেও জানিয়ে দিয়েছিল তারা। তৃণমূল ছাত্র পরিষদের তরফেও জানিয়ে দেওয়া হয়েছিল এবার ছাত্র ভর্তি নিয়ে কোনও কলেজে কোনও কিয়স্ক তারা দেবে না। ফলে সমস্যা সৃষ্টির কথা নয়। তবু ছাত্র ভর্তি নিয়ে বিভিন্ন কলেজে টুকটাক ঝামেলা হয়েই চলেছে। এদিকে গড়বেতা কলেজে এদিনের ঘটনার সম্পূর্ণ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতৃত্ব।