
হাওড়ার আবাসনে নিরাপত্তারক্ষী খুনের ঘটনায় সিসিটিভি পরীক্ষা করে আততায়ীকে দেখতে পেল পুলিশ। কিন্তু ছবিতে তাকে পিঠের দিক থেকে দেখতে পাওয়া গেছে। ফলে আততায়ীর মুখ খুব পরিস্কার করে বোঝা যাচ্ছেনা। তবে পুলিশ নিশ্চিত যে কোনও প্রোমোটার নয়, টার্গেট ছিলেন বিজয় মল্লিক নামে ওই নিরাপত্তারক্ষীই। তাঁকেই খুন করতে রাস্তার অন্যধারে বাইক দাঁড় করিয়ে হেলমেট হাতে তার সামনে এসে দাঁড়ায় আততায়ী। তারপর পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে পালায় সে। তদন্তে পুলিশ জানতে পেরেছে হাওড়ায় গঙ্গাধর রক্ষিত লেনে বিজয়বাবুর একটি পৈতৃক বাড়ি রয়েছে। সেখানেই প্রোমোটিংকে কেন্দ্র করে বিজয়বাবুর সঙ্গে কারও গোলমাল চলছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে বিজয় মল্লিকের কল লিস্টও।