State

কার্শিয়ংয়ের কাছে ধস নেমে আটকে গেল রাস্তা


উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। কার্শিয়ংয়ে প্রবল বৃষ্টির জেরে পাহাড়ে শুরু হয়েছে ধস নামা। বুধবার কার্শিয়ংয়ে ধস নেমে অবরুদ্ধ হয়ে পড়ে গয়াবাড়ির কাছে জাতীয় সড়ক। ধসের জেরে ছোট বড় পাথর খণ্ডে ভরে যায় ৫৫নং জাতীয় সড়কের একধার। ফলে ব্যাহত হয় যান চলাচল। পাহাড়ি রাস্তা। তারওপর ধস নামায় রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।


গুরুত্বপূর্ণ এই রাস্তা দ্রুত পরিস্কার করতে শুরু হয় উদ্যোগ। ধস নামার পর আটকে যাওয়া রাস্তা ফের সচল করতে পাথর সরানোর কাজ শুরু হয়।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *