State

মাঝরাতে রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর পরিজনদের

ভুল চিকিৎসার অভিযোগে চিকিৎসকদের মার খাওয়া, হাসপাতাল ভাঙচুর হওয়া এসব নিত্য লেগে আছে শহর থেকে জেলায়। সেই ঘটনারই পুনরাবৃত্তি হল মালদহের মানিকচক গ্রামীণ হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে হাসপাতালে ভাঙচুর চালালেন রোগীর আত্মীয় পরিজনেরা। অভিযোগ, মারধর করা হয় কর্মরত চিকিৎসককেও।

জানা যাচ্ছে, জ্বর ও সংক্রমণ নিয়ে মানিকচক থানার ধনরাজপুরের বাসিন্দা লতিকা মহালদারকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় গত সোমবার। রাতে তাঁর অবস্থার অবনতি ঘটে। পরে মৃত্যু হয়। বছর ৩১-এর যুবতী লতিকার মৃত্যুর জন্য চিকিৎসায় গাফিলতিকেই দায়ী করেন তাঁর পরিজনেরা। সকালে রোগীর বাড়ির লোকজন একে একে হাসপাতালে জমা হন। কর্মরত চিকিৎসকের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। অভিযোগ, এরপরই হাসপাতালে ভাঙচুর চালান তাঁরা। চিকিৎসক ও হাসপাতালের কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *