State

ছাত্র ভর্তিকে কেন্দ্র করে দীনবন্ধু অ্যানড্রুজ কলেজে ২ পক্ষে ধুন্ধুমার

কলেজে ভর্তি হতে এসে আতান্তরে পড়ুয়ারা। কলেজের ভিতরে ঢুকে আটকে পড়ে তারা। অন্যদিকে সন্তানদের ভর্তি করতে এসে এমন কাণ্ড দেখে আতঙ্কিত পড়ুয়াদের বাবা-মাও। এখন অন্যান্য কলেজের মতই গড়িয়ার দীনবন্ধু অ্যানড্রুজ কলেজে স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া। ফলে হাতে পরীক্ষার রেজাল্ট নিয়ে অনেক পড়ুয়াই এদিন হাজির হয়েছিল এখানে। সঙ্গে ছিলেন তাদের অভিভাবকরাও। আর সেখানেই কলেজ চত্বরে ২ দল ছাত্রের মধ্যে ভয়ংকর সংঘর্ষ শুরু হয় এদিন।

ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আচমকা কলেজে ২ দল ছাত্রের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বন্ধ হয়ে যায় ভর্তি প্রক্রিয়া। আটকে পড়েন নতুন কলেজে ভর্তি হতে আসা পড়ুয়ারা। এদিকে সংঘর্ষ কলেজ চত্বর ছাড়িয়ে কলেজের সামনেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। লাঠি উঁচিয়ে মারমুখী ছাত্রদের তাড়া করেন তাঁরা। এতে কিছুটা ছত্রভঙ্গ হয়ে পড়ে বিবদমান ছাত্ররা। এদিনের সংঘর্ষ তৃণমূলেরই ২টি বিবদমান ছাত্র গোষ্ঠীর লড়াই বলে অভিযোগ। মাত্র ১ দিন কেটেছে মুখ্যমন্ত্রী গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দলকে কড়া বার্তা দিয়েছেন। সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন ছাত্রনেতাদের। তারপরেই এদিন নিজেদের দ্বন্দ্বকে রাস্তায় বার করে আনলেন কিছু ছাত্র। এদিন অবশ্য পরে অবস্থা নিয়ন্ত্রণে আসার পর পুলিশি প্রহরায় ভর্তি প্রক্রিয়া ফের চালু হয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *