State

ডিগবাজি খেল ফেরারি, মৃত ১

ধরাছোঁয়ার বাইরে দাম। দুরন্ত গতি। বিশ্বের অন্যতম সেরা স্পোর্টস কার ফেরারি। সেই বহুমূল্য গাড়ি হলিউডের সিনেমার মত রবিবার সকালে ডিগবাজি খেল পাকুড়িয়া ব্রিজের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অস্বাভাবিক গতিতে ছুটে আসছিল লাল রঙের ফেরারিটি। এমন গতি সাধারণত তাঁরা দেখতে পাননা। অন্যান্য গাড়ি জোরে চালালেও নয়। অনেকের অনুমান গাড়ির গতি ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা কী তার বেশি ছিল।

পাকুড়িয়া ব্রিজের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। চালক ওই গতি কাবু করতে না পেরেই গাড়িটি প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। এরপর গাড়িটি ডিগবাজি খেতে শুরু করে। বেশ কয়েকবার রাস্তার ওপর ডিগবাজি খেয়ে উল্টে যায় সেটি। অমন ঝকঝকে গাড়ির বহিরঙ্গ দুমড়ে মুচড়ে খুলে বেরিয়ে যায়। স্থানীয়রাই হাত লাগিয়ে গাড়ির মধ্যে স্টিয়ারিংয়ে থাকা এক মধ্যবয়সী ব্যক্তি ও এক তরুণীকে বার করে আনেন। রক্তাক্ত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শিবাজি রায় নামে ওই মধ্যবয়সী ব্যবসায়ী প্রাণ হারান। এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন ওই তরুণী।

৩ কোটি টাকার ওপর দামের ওই গাড়ি কীভাবে আচমকা দুর্ঘটনার কবলে পড়ল, দুর্ঘটনার কবলে পড়লেও তার এয়ার ব্যাগ ঠিকঠাক খুলেছিল কিনা, দুর্ঘটনার পিছনে শুধুই গতি নাকি অন্য কোনও কারণ আছে, সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *