State

হাতি তাড়াতে ট্রিগারে চাপ, মৃত্যু বনকর্মীর, রহস্য ঘনীভূত

সামনে দাঁড়িয়ে বুনো দাঁতাল হাতি। হাতে বন্দুক থাকলেও তাই ঘাবড়ে যান জলপাইগুড়ির জলদাপাড়া অভয়ারণ্যের স্থায়ী বনকর্মী কবি রাভা। জলদাপাড়ার তিতি জঙ্গলে শুক্রবার সকালে আরও ২ অস্থায়ী বনকর্মীকে নিয়ে যান তিনি। জঙ্গলে দাঁতাল হাতির মুখোমুখি পড়ে যান তাঁরা ৩ জন। অভিযোগ হাতিকে তাড়াতে বন্দুকের ট্রিগারে চাপ দেন তিনি। লক্ষ্যভ্রষ্ট হয়। গুলি হাতির গায়ে না লেগে বিঁধে যায় অস্থায়ী বনকর্মী মারকুস এক্কার পেটে। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে নিয়ে যাওয়া হয় মাদারিয়া হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে যাওয়া হয় আলিপুরদুয়ার হাসপাতালে। সেখানে মৃত্যু হয় তাঁর।

গুলি কিভাবে অস্থায়ী বনকর্মীর গায়ে লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতের পরিবারের একজন সদস্যকে চাকরি এবং ঘটনার বিভাগীয় তদন্তের আশ্বাস দিয়েছে বন বিভাগ। তবে এই ঘটনাকে ঘিরে চাপা ক্ষোভ রয়েছে। মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *