আগামী সোমবার পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ। তার আগে শনিবার বিকেলেই শেষ প্রার্থীদের প্রচারপর্ব। তাই শেষ লগ্নের প্রচারে শনিবার সকাল থেকেই পথে নামেন বিভিন্ন দলের প্রার্থীরা। পুরোদমে চলে ভোট প্রচার। এদিন অনেক জায়গাতেই প্রচারের পুরোভাগে ছিলেন প্রথমসারির রাজনৈতিক নেতারা। কোথাও বা এলাকার পরিচিত রাজনৈতিক মুখ সেরেছেন দলের প্রার্থীর হয়ে প্রচারপর্ব।
উত্তর থেকে দক্ষিণ। শনিবার সকাল থেকে রাজ্যের সর্বত্র ছবিটা ছিল একইরকম। কোথাও কোথাও উত্তেজনা ছড়িয়েছে। তবে শেষ দিনে উত্তেজনার চেয়ে অনেক বেশি গুরুত্ব পেয়েছে নির্বিঘ্নে নিজের মত করে প্রচার। কোথাও হয়েছে বাইক মিছিল। কোথাও প্রার্থীরা শেষ দিনে সকাল থেকে ঘুরেছেন ভোটারদের দরজায় দরজায়। কোথাও দলের প্রথমসারির রাজনৈতিক নেতাকে সামনে রেখে রোড শো হয়েছে। কোথাও আবার প্রচারে ব্যবহার হয়েছে ঢাকঢোল।
মে মাস। ফলে গরমে সকাল থেকেই নাজেহাল রাজ্যবাসী। তাবলে কিন্তু শেষ মুহুর্তের প্রচার পর্বে এতটুকু খামতি রাখলেন না প্রার্থীরা। পরীক্ষার আগে শেষবার চোখ বুলিয়ে নেওয়ার মত প্রতিটি মুহুর্তকে কাজে লাগিয়ে মন দিয়ে প্রচার সারলেন তাঁরা।