State

শিশু হত্যায় অভিযুক্তের বাড়িতে আগুন, ফাঁসির দাবিতে পথ অবরোধ

বুধবার ভোরে মহানন্দার পাড় থেকে উদ্ধার হয় ৪ বছরের শিশুকন্যার দেহ। তার মুখে আঘাতের চিহ্ন ছিল। গত সোমবার সন্ধে থেকে নিখোঁজ ছিল শিশুটি। রাতভর তন্নতন্ন করে খুঁজেও শিশুটির হদিশ পায়নি গোটা গ্রাম। পরিবারের অভি‌যোগক্রমে গত মঙ্গলবার স্থানীয় যুবক বিকি শেখকে গ্রেফতার করে পুলিশ। যদিও তখনও শিশুটি কোথায় তা জানতে পারা যায়নি। অবশেষে বুধবার ভোরে নদীর ধার থেকে তার দেহ উদ্ধার হয়।

এদিন দেহ উদ্ধারের পরই গোটা গ্রাম ক্ষোভে ফেটে পড়ে। গ্রামবাসীরা অভিযুক্ত বিকি শেখের বাড়িতে ভাঙচুর চালান। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেন তাঁরা। মালদহের ইংরেজবাজার থানার নিমসরাইয়ের বাসিন্দারা দোষীদের ফাঁসির দাবিতে মালদহ-পুখুরিয়া রাজ্য সড়ক অবরোধ শুরু করেন। গোটা গ্রাম এই ঘটনায় ফুঁসছে। মৃত শিশুর পরিবারের দাবি, শিশুটির বাবার সঙ্গে ঝগড়ার জেরেই নেশায় আসক্ত বিকি শেখ এই ঘটনা ঘটিয়েছে। তাকে আরও কয়েকজন এ কাজে সাহায্য করেছে বলেও অভিযোগ। একটি শিশুকে নৃশংসভাবে হত্যায় অভিযুক্তদের কাউকে তাঁরা এ গ্রামে থাকতে দেবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছে ক্ষোভে ফুঁসতে থাকা গ্রামবাসীরা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *