State
আসানসোলে ধুন্ধুমার, পথ অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

আসানসোলের ৬৮ নম্বর ওয়ার্ড। এই এলাকার পানীয় জলের সমস্যা আজকের নয়। দীর্ঘদিনের সমস্যা। দীর্ঘদিন ধরে তা নিয়ে স্থানীয় প্রশাসনকে জানিয়ে এসেছেন বাসিন্দারা। কিন্তু সুফল মেলেনি। সামনেই প্রবল গরমের দিন আসছে। তার আগেই পানীয় জলের সমস্যা মেটাতে এদিন তাই রাস্তায় নামেন তাঁরা। বরাকর রোড অবরোধ করেন ক্ষুব্ধ বাসিন্দারা। এলাকায় প্রয়োজনীয় পানীয় জলের দাবিতে এই বিক্ষোভে রাস্তা অবরোধ হওয়ায় অবরোধ তুলতে সেখানে হাজির হয় পুলিশ।
অভিযোগ পুলিশ এসে বুঝিয়ে অবরোধ তুলতে গেলে পাল্টা পুলিশের দিকে তেড়ে আসেন অবরোধকারীরা। পুলিশের সঙ্গে ক্ষুব্ধ বাসিন্দাদের ধস্তাধস্তিও হয়। ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। অনেক মহিলাও এদিন অবরোধে অংশ নেন। এদিকে অবরোধের জেরে শনিবার সকালে বরাকর রোড অবরুদ্ধ হয়ে পড়ে। স্তব্ধ হয়ে যায় যান চলাচল।