State

ভোট সন্ত্রাসে ফের আক্রান্ত শৈশব

West Bengal Newsহালিশহরের পর এবার ভাঙর। তৃণমূল প্রার্থীর পোস্টার ছেঁড়ায় এক বালককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের ৬ কর্মীর বিরুদ্ধে। প্রসঙ্গত ভাঙড়ে আগামী ৩০ এপ্রিল ভোট। ওই বালক জানিয়েছে, খেলার ছলে পোস্টারটি ছিঁড়ে ফেলে সে। তারপরই তাকে মারধর করে কয়েকজন। সেখানেই শেষ নয়, শাস্তির মাত্রা বাড়াতে ওই বালকের মুখ বেঁধে পাশের জঙ্গলে ফেলে আসা হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায়। এই বয়সের একটা বালক কী আদৌ ভোটের কিছু বোঝে? তাকে এভাবে শাস্তি দেওয়ার মানে কী? খেলার ছলে যদি পোস্টার ছিঁড়েও থাকে এবং তা যদি দলীয় কর্মীদের খারাপ লাগে, তো মৌখিক শাসন করেও তো বাচ্চাটাকে রেহাই দেওয়া যেত! এভাবে মারধরের কোনও প্রয়োজন ছিল কী? প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই স্থানীয় ৬ তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। খুনের চেষ্টা সহ মারধর, সব ধারাতেই তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ঘটনার কয়েকঘণ্টা পরও কেউ গ্রেফতার হয়নি। যদিও স্থানীয় মানুষের দাবি, অভিযুক্তরা এলাকার বাসিন্দা। তারা সকলের নাকের ডগায় ঘুরেও বেড়াচ্ছে। শুধু পুলিশেরই যা নজরে পড়ছে না!

Show More

Leave a Reply

Your email address will not be published.