দিকেদিকে ভোট পরবর্তী হিংসা
ভোট পরবর্তী সন্ত্রাসে সকাল থেকেই উত্তপ্ত বিভিন্ন এলাকা। মঙ্গলবার সকালে পানিহাটিতে সিপিএমের তিনটি পার্টি অফিস ভেঙে তছনছ করে দেয় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘিরে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। সিপিএমের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার পিছনে দায়ী। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দলের স্থানীয় নেতৃত্ব। এদিন হাওড়ার সাঁকরাইলেও সিপিএম কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ সামনে আসে। দুষ্কৃতী তাণ্ডবে রেহাই পায়নি তাঁদের দোকানপাটও। দোকানে লুঠপাট চালানো হয় বলেও অভিযোগ করেছেন আক্রান্তরা। সিপিএমের তরফে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে আঙুল তোলা হলেও, পুরোটাই সিপিএমের অপপ্রচার বলে পাল্টা দাবি করেছে তৃণমূল। হাওড়ার উদয়নারায়ণপুরের খোসালপুর গ্রামে কংগ্রেস প্রার্থীর এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এক্ষেত্রেও অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মুর্শিদাবাদের ভগবানগোলায় ২ কংগ্রেস কর্মীর ওপর হামলা ঘিরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। হামলা হয়েছে দেগঙ্গার কদম্বগাছির এক কংগ্রেস কর্মীর ওপর। তাঁর দোকানেও আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। এক্ষেত্রেও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। নিউব্যারাকপুরে এদিন সকালে আক্রান্ত হন সিপিএম প্রার্থীর এজেন্ট। তিনি পেশায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তৃণমূলের দিকে আঙুল উঠলেও তারা তা উড়িয়ে দিয়েছে। সন্দেশখালির রাধানগর গ্রামে এদিন পাঁচজন তৃণমূল কর্মীর বাড়িতে হামলার ঘটনা ঘটে। বাড়ি ভেঙে তছনছ করে দেওয়া হয়। এক্ষেত্রে অভিযোগের তির সিপিএমের দিকে। যদিও এমন কোনও অভিযোগ মানতে চায়নি স্থানীয় সিপিএম নেতৃত্ব।