National

এ সপ্তাহেই রূপ বদলাবে কুলু, মানালি

জম্মু কাশ্মীরের মতই এ সপ্তাহে প্রবল বৃষ্টি আর তুষারপাত হতে পারে হিমাচল প্রদেশে। যা এক ধাক্কায় পঞ্জাব ও হরিয়ানার বাড়তে থাকা দূষণমাত্রাকে নিমেষে অনেকটা প্রশমিত করার ক্ষমতা ধরে। অন্তত এমনই মনে করছে আবহাওয়া দফতর। এদিকে হিমাচলের আবহাওয়া বলছে রাজ্যের সমতলে যখন এ সপ্তাহে প্রবল বৃষ্টি হতে চলেছে, তেমনই পাহাড়ি এলাকায় তুষারপাত শুরু হয়ে যাবে।

হিমাচল প্রদেশের সিমলা গত বছর অনেক পরে গিয়ে তুষারপাত পায়। তার আগে পর্যটকরা সিমলায় গিয়ে নিরাশ হন। যেখানে কুলু, মানালি সহ হিমাচলের অন্য পাহাড়ি শহরে তুষারপাত প্রকৃতির রূপ বদলে দিচ্ছিল, তখন সিমলায় কেবল বৃষ্টি হয়ে চলেছিল। সাদা বরফের কুচি পর্যন্ত ছিলনা। তাই অনেক পর্যটক রাতারাতি সিদ্ধান্ত বদলে সিমলা থেকে হিমাচলের অন্য পাহাড়ি শহরগুলোয় চলে যেতে শুরু করেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এ সপ্তাহে হিমাচলে তুষারপাত হবে পাহাড়ি এলাকায়। তবে সিমলাও সেই তুষারপাত পাবে কিনা তা পরিস্কার করে কিছু বলেনি আবহাওয়া দফতর। তবে তারা জানিয়েছে তুষারপাত সবচেয়ে বেশি হবে আগামী ৭ নভেম্বর রাতের দিকে। আর তার জেরে বেশকিছু রাস্তা স্তব্ধ হয়ে যেতে পারে। যারমধ্যে থাকতে পারে মানালি থেকে লেহ-র সংযোগকারী রাস্তাও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *