Entertainment

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা বিনোদ খান্না

বয়স হয়েছিল ৭০ বছর। ভুগছিলেন ক্যানসারে। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি শীর্ণকায় ছবি দেখে আঁতকে উঠেছিলেন ভারতবাসী। ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে মুম্বইয়ের হাসপাতালে তোলা সেই ছবি নিমেষে ভাইরাল হয়েছিল। এরপর মাঝে কয়েকবার তাঁর মৃত্যু নিয়ে রটনা হয়। ফলে এদিনও প্রথমে অনেকেই তাঁর মৃত্যু সংবাদে গা দেননি। পরে যদিও পরিবারের তরফে তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়।

সুদর্শন বিনোদ খান্না বলিউডে পা রাখেন ১৯৬৮ সালে। মন কা মিত তাঁর প্রথম ছবি। তারপর থেকে প্রায় ১৪০টি ছবিতে সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন শহুরে সুঠাম চেহারার ঝকঝকে মানুষটা। নেগেটিভ চরিত্রে অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করলেও পরে হিরো হয়েছেন একের পর এক ছবিতে। অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র থেকে শাহরুখ খান, সকলের সঙ্গেই।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

পঞ্জাবের গুরদাসপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে জিতে সাংসদও হন তিনি। তাঁর দুই ছেলেও বলিউডে কাজ করছেন। কিন্তু বেশ কিছুদিন ধরেই তাঁর শারীরিক অবস্থা অবনতি হচ্ছিল। ৩১ মার্চ মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি তকরা হয় তাঁকে। তারপর এদিন তাঁর মৃত্যু হয় বেলা ১১টা ২০ মিনিটে। বিনোদ খান্নার মৃত্যুর সঙ্গে সঙ্গে একটা যুগের অবসান হল বলিউডে। তাঁর মৃত্যুতে বলিউড এদিন নেমে আসে শোকের ছায়া।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *