SciTech

দূরে কোথাও নয়, পৃথিবীর কাছের গ্রহেই বাস করে ভিনগ্রহের জীব, বলছে গবেষণা

ভিনগ্রহের জীবেরা দূরে নয়, আছে খুব কাছেই। পৃথিবীর খুব কাছেই থাকে তারা। একটি গবেষণায় এমনই চাঞ্চল্যকর দাবি উঠে এল।

কখনও উড়ন্ত চাকতি বা সসার, কখনও অদ্ভুত দর্শন জীব, বিভিন্ন সময়ে পৃথিবীর বাইরে থেকে আসা ভিনগ্রহের প্রাণি বা এলিয়েন নিয়ে চর্চা হয়েছে। যা এখনও হয়ে চলেছে।

তাবড় গবেষকেরাও মেনে নিচ্ছেন ভিনগ্রহে জীব থাকা অস্বাভাবিক কিছু নয়। তবে তারা যে পৃথিবীর এত কাছে থাকতে পারে তা কেউ এর আগে দাবি করেননি।

ধারনা ছিল সৌরমণ্ডলের বাইরের কোথাও থেকে ভিনগ্রহের জীবরা হাজির হয় পৃথিবীতে বা তার কাছাকাছি। যোগাযোগ তৈরি করার চেষ্টা চালায় মানুষের সঙ্গে।

এবার একদল গবেষক দাবি করলেন যে পৃথিবীর খুব কাছের গ্রহে রয়েছে ভিনগ্রহের জীবেরা। তবে সেটা মঙ্গল নয়। বরং পৃথিবীর অন্য পাশে থাকা শুক্রগ্রহে রয়েছে তারা।

ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি-র গবেষকেরা মনে করছেন, হতে পারে শুক্রগ্রহে যে তাপমাত্রা রয়েছে তা অসহনীয়। তবে সেখানে যে পরিমাণ অ্যামোনিয়া রয়েছে তা শুক্রগ্রহের বায়ুমণ্ডলে থাকা সালফিউরিক অ্যাসিডকে সেই অ্যামোনিয়া নষ্ট করে দিতে পারে। এতে জীবন তৈরির একটা সম্ভাবনা থেকেই যায়।

বিজ্ঞানীরা মনে করছে শুক্রগ্রহের বায়ুমণ্ডলে যে মেঘ রয়েছে তাতে অ্যামোনিয়াম সল্ট রয়েছে। যা কিন্তু প্রাণ তৈরির অন্যতম শর্ত। তাই যদি হয় তাহলে শুক্রগ্রহে প্রাণের অস্তিত্ব থাকতেই পারে। সব মিলিয়ে গবেষকেরা শুক্রগ্রহে এলিয়েন থাকার সম্ভাবনা একদম উড়িয়ে দিচ্ছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button