World

৬৫ বছর আগে রাস্তায় কুড়িয়ে পাওয়া বিস্মৃত সাবমেরিন ফেরত গেল যথাস্থানে

৬৫ বছর ধরে সেটি পাওয়া যাচ্ছিলনা। ফিরে আসেনি যথাস্থানে। আশাও প্রায় ছেড়েই দিয়েছিলেন সকলে। কিন্তু তারপরই এক চমৎকার কাণ্ড ঘটে গেল।

মেয়েটির বয়স তখন খুব বেশি নয়। তবে বই পড়তে ভালবাসে। বলা ভাল বইয়ের পোকা। পছন্দের বই পেলেই পড়ে ফেলে।

সময়টা ১৯৫৭ সাল। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তার নজরে পড়ে একটি বই পথের কোণায় অতি অবহেলায় পড়ে আছে। তুলে দেখে সেটি কারও ব্যক্তিগত বই নয়। একটি লাইব্রেরির বই।

বইটি যিনি লাইব্রেরি থেকে নিয়েছিলেন তাঁর হাত থেকে কোনওভাবে সেটি রাস্তায় পড়ে যায়। মেয়েটি বইটি তুলে নেয়। স্থির করে সেটি সে আগে পড়বে, তারপর সেটি লাইব্রেরিতে ফেরত দেওয়ার কথা ভাববে। সেইমত মেয়েটি বইটি বাড়ি নিয়ে আসে।

বইটার নাম ছিল ফরগটন সাবমেরিন অর্থাৎ বিস্মৃত সাবমেরিন। বইটি পড়ে তার এতই ভাল লাগে যে সে মন বদলে স্থির করে এই বইটি আর ফেরতই দেবেনা। বরং সঙ্গে রেখে দেবে।


তারপর সেই বই তার সঙ্গে বহু জায়গা ঘুরেছে। অবশেষে ৬৫ বছর পর তিনি এখন যখন বৃদ্ধা, তখন স্থির করেন এবার তিনি বইটি যথাস্থানে ফেরত দেবেন।

জিল ডেভিস নামে ওই বৃদ্ধা পোর্টসমাউথ সিটি লাইব্রেরিকে বইটি সম্বন্ধে জানান এবং ফেরত দেন। ব্রিটেনের পোর্টসমাউথ শহরের এই প্রাচীন লাইব্রেরি তাদের এই হারানো বই পেয়ে যারপরনাই খুশি।

তারা এও জানিয়ে দিয়েছে যে এতদিন পর বইটির জন্য যে লেট ফি দিতে হত, তা তারা নেবে না। বইটি যে ৬৫ বছর পর তাদের কাছে ফেরত এসেছে এতেই তারা খুশি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button