World

বাসে ভুলে ফেলে যাওয়া অদ্ভুত সব জিনিসপত্রের তালিকা প্রকাশ করল একটি বাস সংস্থা

বাসে তো মানুষ কত কিছুই ভুলে ফেলে রেখে নেমে যান। ২০২৫ সালে তাদের বাসে এমন ফেলে যাওয়া আশ্চর্য সব জিনিসের তালিকা প্রকাশ করল একটি বাস সংস্থা।

বাসে মানুষ অনেককিছুই নিয়ে ওঠেন। তারপর গন্তব্য এলে নেমে যাওয়ার সময় অনেকে সঙ্গের জিনিসটি নিতে ভুলে যান। সে দরকারি কাগজপত্র হতে পারে। আবার সঙ্গে থাকা ব্যাগ, ছাতা, মানিব্যাগও হতে পারে।

কিন্তু একটি বাস সংস্থা ২০২৫ সালে তাদের বাস থেকে পাওয়া এমন কিছু জিনিসের তালিকা সামনে আনল যা দেখে হতবাক অনেকেই। তাদের প্রকাশিত হারিয়ে যাওয়ার তালিকায় রয়েছে পেঁয়াজের আচার, ডাইনোসর পোশাক, ব্যাগ ভর্তি রবারের হাঁস, চোখ থাকা আলু, সাইকেলের টায়ার, খেলনা বন্দুকের মত জিনিস।

আবার একজন তো ১০ কেজি চালের একটি বস্তাও ভুলে ফেলে যান বাসে। এছাড়া একটি যোগা ম্যাটও পাওয়া গেছে বাস থেকে। এমন সব আশ্চর্য জিনিসের পাশাপাশি বাস থেকে সারাবছরে অনেকগুলি ছাতা, মানিব্যাগ, চাবি, মোবাইল ফোন উদ্ধার হয়েছে।

ওই বাস সংস্থা জানিয়েছে, ২০২৫ সালে তাদের বিভিন্ন বাস মিলিয়ে যাত্রীরা ৪ হাজার ৩৮৭টি জিনিস ফেলে গেছেন। যার মধ্যে ১ হাজার ১৩টি জিনিস তারা সঠিক ব্যক্তির হাতে তুলেও দিয়েছে। বাকিগুলি বছর শেষে ওই বাস সংস্থা একটি পুরনো জিনিসের দোকানে দান করেছে।

ব্রিটেনের অন্যতম বাস সংস্থা অক্সফোর্ড বাস কোম্পানি এই তালিকা প্রকাশ করেছে। সংবাদমাধ্যম বিবিসি-তে সেটি প্রকাশিত হওয়ার পর অন্য অনেক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর আগে বাস থেকে ব্যাগ ভর্তি প্রাপ্তবয়স্কদের ম্যাগাজিনও একবার উদ্ধার হয়েছিল।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *