মুখ থেকে রাস্তায় পাতা ফেলায় ৩০ হাজার টাকা জরিমানা হল ৮৬ বছরের বৃদ্ধের
তাঁর ৮৬ বছর বয়স। ভুলের মধ্যে তিনি মুখে থাকা একটি পাতা মুখ থেকে রাস্তায় ফেলেছিলেন। তার জন্য ৩০ হাজার টাকার জরিমানার মুখে পড়তে হল তাঁকে।
রাস্তায় যেতে গিয়ে পানের পিক, পান মশলার পিকের গ্রাফিতি দেখা যায় বিভিন্ন জায়গায়। মুখ থেকে থুতু ফেলা, কিছু চিবিয়ে ফেলা এসব তো আকছার। কিছু খেয়ে প্যাকেট, ঠোঙা রাস্তায় ফেলাও অনেক মানুষ অধিকার বলে মনে করেন। এসব যাঁরা করেন তাঁদের এই ঘটনা রীতিমত আতঙ্কিত করতে পারে।
তিনি ৮৬ বছরের বৃদ্ধ। সমুদ্রের ধারের শহরের বাসিন্দা। ভাল করে হাঁটতে পারেননা। তবে রাস্তায় বার হয়েছিলেন। সে সময় জোরে হাওয়া বইছিল। সেই সময় ঝোড়ো হওয়ায় তাঁর মুখের মধ্যে একটি পাতা উড়ে এসে ঢুকে যায়।
ওই বৃদ্ধ তখনই সেই পাতাটি মুখ থেকে ছুঁড়ে দেন রাস্তার দিকে। বিষয়টি নজর এড়ায়নি কাছেই থাকা প্রশাসনিক আধিকারিকদের। তাঁরা এগিয়ে আসেন বৃদ্ধের দিকে।
এভাবে রাস্তায় মুখ থেকে থুতুর মত করে পাতা ফেলার জন্য তাঁকে জরিমানা করেন। আর সে জরিমানার অঙ্ক সে দেশের হিসাবে ২৫০ পাউন্ড। ভারতীয় মুদ্রায় ৩০ হাজার টাকার কিছু বেশি। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের সমুদ্র শহর লিঙ্কনশায়ারে।
প্রশাসনিক আধিকারিকরা একটু বেশিই কড়া হয়েছেন বলেই মত অনেকের। বৃদ্ধের পরিবারের তরফেও ঘটনার প্রতিবাদ করা হয়েছে। মুখে পাতা ঢোকার পর সেটা মুখ থেকে রাস্তার দিকে ফেলে দেওয়ার জন্য একটু বেশিই কড়াকড়ি দেখানো হয়েছে বলেই অনেকের মত। তবে প্রশাসনের তরফে বিষয়টিকে শহরের পরিচ্ছন্নতার জন্য জরুরি বলেই মনে করা হচ্ছে। খবরটি সংবাদমাধ্যম বিবিসি-তে প্রকাশিত হয়েছে।













