World

হাইওয়ের ওপর থেকে উদ্ধার ৪৯ হাজার ফেলে যাওয়া জিনিস, রয়েছে নৌকা, সোফা, মেলার রাইডও

হাইওয়ে নাকি আবর্জনা ফেলার জায়গা সেটাই যেন বোঝা গেলনা। এ দেশে হাইওয়ের ওপর থেকে উদ্ধার হল ৪৯ হাজার জিনিস। যার বেশ কয়েকটা তো অবাক করেছে উদ্ধারকারীদেরও।

সব দেশেই হাইওয়ে রয়েছে। এক নয়, একাধিক। সেসব হাইওয়ে দিয়ে দুরন্ত গতিতে যান চলাচল করে থাকে। এই গতিশীল যানবাহন ছোটার জন্য রাস্তা পরিস্কার থাকাটা জরুরি। কিন্তু সেই রাস্তার ওপরই বিভিন্ন সময় পাওয়া যায় বিভিন্ন জিনিসপত্র।

যার মধ্যে বাড়ির জিনিসপত্র রয়েছে, বাগান পরিচর্যার জিনিস রয়েছে, এমনকি সোফাও রয়েছে। আবার রাস্তার ওপর ফেলে যাওয়া নৌকা থেকে মেলায় আসা বিভিন্ন রাইডের জন্য যে যন্ত্র ব্যবহার হয় সেটাও থাকতে দেখা গেছে হাইওয়েতে।

এমনটাই জানিয়েছে ব্রিটেনের জাতীয় সড়ক বিভাগ। তারা চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাইওয়ে থেকে যেসব জিনিসপত্র উদ্ধার করেছে তার সংখ্যা ৪৯ হাজার।

যার মধ্যে বাড়ির নানা জিনিসপত্র যেমন রয়েছে তেমন সকলকে অবাক করে নৌকা থেকে সোফাও রয়েছে। রাস্তার মাঝখানে সোফা ফেলে কেউ চলে যেতে পারেন! অবাক করেছে আধিকারিকদেরও।

ব্রিটেনের হাইওয়ে থেকে উদ্ধার হওয়া বিপুল সংখ্যক জিনিস কেবল ফেলে যাওয়া হয়েছে এমনটাই নয়, সেই সঙ্গে কিছুটা অবিবেচনারও পরিচয় দিয়েছেন যাঁরা এভাবে সেগুলি ফেলে গেছেন তাঁরা।

কারণ হাইওয়েতে প্রবল গতিতে থাকা গাড়ি একটু অসতর্ক হলেই এগুলির সঙ্গে সংঘর্ষ হত। আর তাতে বড় ধরনের বিপদের ঝুঁকি থেকে যেত। তাই আগামী দিনে এভাবে অপ্রয়োজনীয় জিনিস হাইওয়ের মাঝে ফেলে যেতে নিষেধ করেছে ব্রিটেনের জাতীয় সড়ক দফতর। প্রয়োজন না থাকলে সেগুলি সঠিক জায়গায় ফেলে আসার আবেদনও জানানো হয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *