National

ভোট বড় বালাই! কৃষিপণ্যে ন্যুনতম সহায়ক মূল্য বৃদ্ধি করল মোদী সরকার

প্রতিশ্রুতি রক্ষা করল মোদী সরকার। প্রতিশ্রুতি ছিল দেশের কৃষি ক্ষেত্রের উন্নয়নে কৃষি পণ্যের ওপর সহায়ক মূল্য দেড় গুণ বৃদ্ধি করা হবে। সেই প্রতিশ্রুতি অবশেষে রক্ষা করল কেন্দ্র। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ১৪টি কৃষিপণ্যের ওপর সহায়ক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। যারমধ্যে ধানের ওপর ন্যুনতম সহায়ক মূল্য সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে। ধানের ক্ষেত্রে কুইন্টাল প্রতি ন্যুনতম সহায়ক মূল্য ২০০ টাকা বাড়ানো হয়েছে। এর আগে ২০১২-১৩ সালে শেষবার ধানের সহায়ক মূল্যে বড় বৃদ্ধি পেয়েছিলেন কৃষকরা। কুইন্টাল প্রতি ১৭০ টাকা বাড়িয়েছিল তদানীন্তন সরকার। তারপর থেকে এক লাফে এত টাকা আর বাড়েনি।

২০১৯ সালেই লোকসভা নির্বাচন। তার আগে কৃষকদের কাছে এদিন কার্যত কল্পতরু রূপে ধরা দিল মোদী সরকার। রাজনৈতিক মহলের একাংশের মতে ভোট বড় বালাই। তাই এবার কেন্দ্র ভোটমুখী পদক্ষেপ শুরু করে দিল। তবে কারণ যাই হোকনা কেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার এদিনের সিদ্ধান্তে কিন্তু উপকৃত হতে চলেছেন দেশের কোণায় কোণায় ছড়িয়ে থাকা বহু কৃষক। এদিন কেন্দ্রের এই সিদ্ধান্তের হাত ধরে একলাফে অনেকটা উঠেছে শেয়ার বাজারও।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *