Kolkata

স্নাতকস্তরে প্রবেশিকা নয়, নম্বরের ভিত্তিতে হবে ভর্তি, জানিয়ে দিল যাদবপুর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগে প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা করেও তা প্রত্যাহার করে নিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন রেজিস্ট্রার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, স্নাতকস্তরে কলা বিভাগে কোনও প্রবেশিকা পরীক্ষা এবছর নেওয়া হচ্ছেনা। তাই আগে যে প্রবেশিকার দিন ঘোষণা করা হয়েছিল তা বাতিল হচ্ছে। কেবলমাত্র ১২ ক্লাসের বোর্ডের পরীক্ষার রেজাল্টের ভিত্তিতেই ছাত্রছাত্রীদের ভর্তি করা হবে। এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে গৃহীত হয়েছে। পাশাপাশি রেজিস্ট্রার পরিস্কার করে দেন যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে ইসি-র কথাই শেষ কথা। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের কোনও বক্তব্য থাকতে পারেনা। কোনও ভূমিকা থাকতে পারেনা।

প্রসঙ্গত গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, যাদবপুরে একটাই ভর্তির মডেল থাকা উচিত বলে তিনি মনে করেন। তাঁর মতে, যদি বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং বিভাগে যাদবপুরে প্রবেশিকা না থাকে, তাহলে কোনও বিভাগেই থাকা উচিত নয়। তার পরদিনই যাদবপুরের ইসি-র বৈঠকে এই সিদ্ধান্ত কিন্তু শিক্ষামহলে একটা প্রশ্ন তুলে দিয়েছে। শিক্ষাবিদদের একাংশের ধারণা সরকারের চাপের মুখেই যাদবপুর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাঁদের মতে, এতে সার্বিক পড়াশোনার মান খারাপ হবে। এদিন যাদবপুর কর্তৃপক্ষের প্রবেশিকা পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত জানার পর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ বিক্ষোভে ফেটে পড়েন। অবশেষে রেজিস্ট্রার এসে তাঁদের বুঝিয়ে বিষয়টা মেটানোর চেষ্টা করেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *