World

নীল হয়ে গেল গোটা চত্বরের কুকুরের রং, কারণ ঘিরে দানা বাঁধছে রহস্যের মেঘ

একটা এলাকার সব কুকুর নীল হয়ে গেল। কুকুরের গায়ে লম্বা লম্বা লোম উজ্জ্বল নীল হয়ে গেছে। কারণ নিয়ে ধন্ধে বিজ্ঞানীরাও। ফলে এক নতুন রহস্য দানা বাঁধছে।

একটা এলাকায় যত কুকুর ছিল সব কুকুরের রং বদলে গেল। তাদের গায়ের লোমের রং বদলে হয়ে গেল নীল। এখন বেশ ঝলমলে নীল রংয়ের সব কুকুর সেখানে ঘুরে বেড়াচ্ছে। আর এই ঘটনাই অবাক করছে বিজ্ঞানীদের।

সাধারণ মানুষ তো নীল কুকুর দেখে অবাকই। তাঁদের সঙ্গে সঙ্গে অবাক যে সংস্থা ওই পথ কুকুরগুলির দেখভালের দায়িত্বে রয়েছে তার সদস্যরাও। তাঁরা একাধিক ধারনা পোষণ করেছেন।

তাঁদের মতে, এমন হতে পারে কুকুরগুলি কোনও রাসায়নিকের সংস্পর্শে এসেছে। এটাও হতে পারে যে শিল্পজাত বর্জ্য কোনওভাবে তাদের ওপর প্রভাব ফেলেছে।

এমনও হতে পারে বাতাসে ভেসে বেড়ানো ভারী রাসায়নিক তাদের লোমের রং নীল করে দিয়েছে। কারণ অজানা। তবে কুকুরদের লোম, চামড়া ও রক্ত পরীক্ষা করে দেখা হচ্ছে। যদি সেখান থেকে নীল রং ধারণের কারণটা স্পষ্ট হতে পারে।

ঘটনাটি ঘটেছে ইউক্রেনের চেরনোবিলে। চেরনোবিল বললে বিশ্ববাসীর একটাই কথা মাথায় আসে। ১৯৮৬ সালে ঘটা চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা। যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল।

তার তেজস্ক্রিয় প্রভাব এখনও সেখানে রয়ে গেছে। এই নীল রংয়ের পিছনে সঠিক কারণ পরিস্কার না হলেও ১৯৮৬-র ঘটনার প্রভাব নেহাতই উড়িয়ে দিতে পারছেন না অনেকে। তবে নিশ্চিত করে বিজ্ঞানীরা কারণ জানাননি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *