মোবাইলে স্ত্রীর নম্বর মোটা বলে সেভ করা ছিল, জরিমানার মুখে স্বামী
তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। স্ত্রী এনেছিলেন একাধিক অভিযোগ। তার ভিত্তিতেই আদালত খতিয়ে দেখে স্বামীর মোবাইল।
তাঁদের মধ্যে বনিবনা ছিলনা। মহিলার দাবি তাঁর স্বামী তাঁকে সহ্যই করতে পারতেন না। তাঁকে মানসিক নির্যাতনও করতেন। আদালত এসব অভিযোগ শোনার পর স্বামীর নানা দিক খতিয়ে দেখে। তাঁর মোবাইলও ঘেঁটে দেখা হয়। তা থেকে স্ত্রীর প্রতি তাঁর মনোভাব কিছু প্রকাশ পায় কিনা।
সবদিক খতিয়ে দেখার পর তাঁদের বিবাহবিচ্ছেদে সম্মতি দেয় আদালত। তাঁদের বিবাহবিচ্ছেদ হলেও স্বামীকে আরও একটি বিষয়ে আদালতের কোপে পড়তে হয়।
স্বামীর মোবাইল ঘেঁটে দেখতে গিয়ে তদন্তকারীরা দেখেন সেখানে তাঁর বর্তমানে প্রাক্তন স্ত্রীর নম্বরটি মোটা বলে সেভ করা ছিল। এটা আদালতের নজরে আসতে আদালতের কাছে স্পষ্ট হয় তিনি তাঁর স্ত্রীর সম্বন্ধে কী মনোভাব নিয়ে থাকতেন।
ঘটনাটি ঘটেছে তুরস্কে। তুরস্কের উসাক আদালত বিষয়টি কেবল পর্যবেক্ষণই করেনি, এজন্য ওই ব্যক্তিকে মোটা টাকা জরিমানা করেছে। কারণ টমবিক নামে সেভ করা অর্থাৎ তুর্কি ভাষায় মোটা বলে স্ত্রীর নাম সেভ করাকে আইনের চোখে ভালভাবে নেওয়া হয়না।
ওই ব্যক্তিও স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগ জানান। তিনি দাবি করেছিলেন তাঁর স্ত্রীর অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক আছে। কিন্তু আদালত সব খতিয়ে দেখার পর জানিয়ে দেয় ওই মহিলার কারও সঙ্গে কোনও সম্পর্ক নেই।
যে ব্যক্তিকে নিয়ে তাঁর বর্তমানে প্রাক্তন স্বামী সন্দেহ করেছিলেন তিনি নিছক বই দিতে তাঁদের বাড়ি এসেছিলেন। ফলে সবদিক থেকেই ওই ব্যক্তি আদালতে নাস্তানাবুদ হন। এখন অবশ্য তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে।













