মানুষ নয়, যন্ত্র নয়, এই রেলস্টেশনে টিকিট পরীক্ষার দায়িত্ব নিয়েছে বেড়াল
রেলস্টেশনে যাত্রীরা টিকিট কেটেছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য একটি বেড়াল সদা সতর্ক। যাত্রীরা টিকিট দেখালে তবেই ছাড় পাওয়া যাবে তার হাত থেকে।

একটি পাতাল রেলস্টেশনে যেখানে যাত্রীরা টিকিট পাঞ্চ করেন সেখানে একটি বেড়াল টিকিট পরীক্ষার যন্ত্রের ওপর বসে থাকে। সেখানে সে ঠায় নজর রাখে কেউ টিকিট না পাঞ্চ করেই ঢুকে পড়ছেন কিনা। কঠোর নজর।
এখানে টিকিট মানে কার্ড। সেটি বৈদ্যুতিন পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে। প্রক্রিয়াটি যে বেড়ালটি রপ্ত করেছে তা বলাই বাহুল্য। যদি কেউ না পাঞ্চ করেন বা ভুলে যান, তাঁদের তার থাবা দিয়ে ডেকে বেড়াল বুঝিয়ে দেয় আগে টিকিট পাঞ্চ করো, তারপর স্টেশনে যাবে।
ফলে টিকিট না দেখিয়ে কারও স্টেশনে ঢোকার উপায় নেই। বেড়ালটি এতটাই সদা সতর্ক যে মানুষের যদিও বা ভুল হয় তো তার হবেনা। স্টেশনের এই টিকিট পরীক্ষককে নিয়ে যাত্রীদের উৎসাহের শেষ নেই।
তার ছবি তোলা তো আছেই, সেই সঙ্গে তাকে আদর করতেও ভোলেননা কেউ। যাত্রীদের আদর খেতে তার আপত্তি নেই। ছোটরা তো তাকে নিয়ে রীতিমত উত্তেজিত।
কিন্তু এসবের জন্য কর্তব্যে গাফিলতি করে না সে। তুরস্কের এই স্টেশনে তাই যাত্রীদের অন্যতম আকর্ষণের নামই হল এই বেড়াল। বেড়ালটি তার কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াস।
কোনওভাবে কেউ যেন টিকিট না দেখিয়ে গলতে না পারেন সেটা নিশ্চিত করতে সে এক ইঞ্চিও নড়ে না তার জায়গা থেকে। সে তো আছেই। তার সঙ্গে তার কিছু বন্ধুদেরও ওই স্টেশনে নিয়ে এসেছে এই বেড়ালটি। তারাও নানা কাজে স্টেশনে ব্যস্ত থাকে।